প্রযোজনা-৪৮ “রাঙাও ভুবন আপন আলোয়”

আবৃত্তি একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ভিত্তিক অন্যতম আবৃত্তি সংগঠন। শুদ্ধ মাতৃভাষা বাংলা চর্চার নিমিত্তে ‘উচ্চারিত প্রতিটি কথা হোক শিল্প’ শ্লোগান বুকে ধারণ করে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে আঠার বছর পূর্বে। আবৃত্তি একাডেমি চায় প্রত্যেক বাঙালী হোক প্রমিত বাচনে প্রাঞ্জল ভাষণে। সেই দুর্বার বাসনাকে সামনে রেখে আবৃত্তি একাডেমী’র পথচলা। আবৃত্তি চর্চার প্রসারে সংগঠনের আবৃত্তিশিল্পীরা পরিবেশন করতে যাচ্ছে আবৃত্তি একাডেমির ৪৮তম আবৃত্তি প্রযোজনা “রাঙাও ভুবন আপন আলোয়”।

শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে  আগামী ২৬ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, সন্ধ্যা ৬,৩০ টায় আবৃত্তি প্রযোজনাটি পরিবেশিত হবে।

আমন্ত্রিত শিশু সংগঠন হিসেবে “ঋদ্ধস্বর আবৃত্তি একাডেমি”র শিশুশিল্পীরা উক্ত অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবে।

আবৃত্তি অনুষ্ঠানে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠকসহ স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

সবার সবান্ধব আমন্ত্রণ রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *