আবৃত্তি একাডেমী, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। শুদ্ধ মাতৃভাষা বাংলা চর্চার নিমিত্তে আমরা যূথবদ্ধ হয়েছি সতের বছর পূর্বে। আগামী ২৮ আগস্ট ২০১৫ আমদের সপ্তদশ বার্ষিকী। আমরা চাই প্রত্যেক বাঙালী হোক প্রমিত বাচনে প্রাঞ্জল ভাষণে। সেই দুর্বার বাসনাকে সামনে রেখে আবৃত্তি একাডেমী’র সপ্তদশ প্রতিষ্ঠা বার্ষিকীকে স্মরণীয় রাখতে এবং আবৃত্তি চর্চার প্রসারে আমরা আয়োজন করতে যাচ্ছি দু’দিন ব্যাপী উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সেগুনবাগিচা, ঢাকা)’র ‘জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে’ ২৮ – ২৯ আগস্ট ২০১৫, শুক্র ও শনিবার উৎসবটি অনুষ্ঠিত হবে।
উৎসবে আলোচনাসভা, সনদ বিতরণ, সম্মাননা প্রদান, দলীয় ৪৬তম আবৃত্তি প্রযোজনা “পথ কবিতার আসর” পরিবেশিত হবে। এছাড়াও থাকবে আমন্ত্রিত দেশবরেণ্য আবৃত্তি শিল্পীগণের একক আবৃত্তি পরিবেশনা।
আবৃত্তি উৎসবে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠকসহ স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।