আবৃত্তি একাডেমি প্রযোজনা-৪৫ ‘মেঘলা আলাপের ঘোর’
নির্দেশনা: মৃন্ময় মিজান; ২৯ আগস্ট ২০১৪
শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, পাবলিক লাইব্রেরি, শাহবাগ, ঢাকা
আবৃত্তি উৎসব ২০১৪ ফেসবুক ইভেন্ট
আবৃত্তি একাডেমী উৎসব ২০১৪’র বিশেষ আকর্ষণ সমূহ:
আবৃ্ত্তি একাডেমী পদক প্রবর্তন:
প্রথমবারের মত আবৃত্তি একাডেমী পদক দেয়া হবে এ বছর। আবৃত্তি, নাটক, নাচ, গান, সাহিত্য প্রভৃতি কালচারাল সংগঠনের মধ্য থেকে এ বছর একটি সংগঠনকে এ পদক দেয়া হবে।
এটিএম আনিসুজ্জামান স্মৃতি পদক:
আমাদের সকলের প্রিয় আনিসের নামে এ পদকটি প্রবর্তন করা হচ্ছে। কবি, আবৃত্তিকার, আবৃত্তি প্রশিক্ষক, আবৃত্তি সংগঠক ও আবৃত্তি নির্দেশক- এ ক্যাটাগরিগুলোতে একজন ব্যক্তিকে এ বছর এ পদক দেয়া হবে।
পুনর্মিলনী:
১৯৯৮ সালের ২৮ আগস্ট চারুকলায় বসে যারা একটি আবৃত্তির সংগঠন শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা সহ এ পর্যন্ত যারা আবৃত্তি একাডেমীর সদস্য হয়েছেন বা কর্মশালায় অংশগ্রহণ করেছেন সকলকেই আমরা এ ইভেন্টে আমন্ত্রণ জানাচ্ছি।
কীর্তি সংবর্ধনা:
আবৃত্তি একাডেমীর সদস্য বা আবৃত্তি একাডেমীর শুদ্ধ উচ্চারণ ও বাচনিক উৎকর্ষের কর্মশালা করে বর্তমানে ইলেক্ট্রনিক মিডিয়ায় সুনামের সাথে কাজ করছেন তাদেরকে একাডেমীর পক্ষ থেকে দেয়া হবে বিশেষ সংবর্ধনা।
আবৃত্তি প্রতিযোগীতা:
ঢাকা শহরের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষনীয় পুরস্কার এবং একাডেমীর কর্মশালায় ফ্রি অংশগ্রহণের সুযোগ।
আবৃত্তি প্রযোজনা:
উৎসব উপলক্ষে মঞ্চায়িত হবে একাডেমীর নুতন প্রযোজনা মেঘলা আলাপের ঘোর। এ ছাড়া দলীয় এবং আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে আরেকটি আবৃত্তি অনুষ্ঠান।