ঐতিহ্যবাহী ময়মনসিংহ গীতিকার ‘মহুয়া’ পালা উপভোগ করলেন ঢাকার দর্শক। ব্যতিক্রমী উপস্থাপনায় শনিবার পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ পালা পরিবেশিত হয়। সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি একাডেমী। সংগঠনের শিল্পীরা এদিন পুঁথি গীতে মহুয়া পালা পরিবেশন করেন। পুঁথির রীতি অনুযায়ী শুরুতে ছিল পুব, পশ্চিম, উত্তর, দৰিণ বন্দনা। ধীরে ধীরে মূল গল্পে প্রবেশ করেন শিল্পীরা। বেদের অপূর্ব সুন্দরী কন্যা মহুয়ার সঙ্গে বামুনকান্দার জমিদার ব্রাহ্মণ যুবক নদের চাঁদের প্রণয় কাহিনী তুলে ধরেন তাঁরা। বিয়োগাত্মক পরিণতির মধ্য দিয়ে শেষ হয় ‘মহুয়া’র গল্প। দলের ৩৪তম আবৃত্তি প্রযোজনায় কথক ছিলেন মাসুদ আহম্মেদ, মুমিনা তাহ্মিনা মোর্শেদ ও মৌসুমী ইসলাম। মহুয়া চরিত্রটি চমৎকার উপস্থাপন করেন জাকিয়া ফেরদৌস সাথী। খন্দকার শামীম মাহমুদ উপস্থাপন করেন নদের চাঁদ চরিত্রটি। অন্যান্য চরিত্রে রূপদান করেন তুষার মিজান, কামরুল ইসলাম জুয়েল, ফেরদৌসী বেগম, মোহাম্মদ কামরম্নজ্জামান সাঈদ ও ফারজানা বেগম। ‘পুঁথি গীতে মহুয়া’র প্রয়োগ, পরিকল্পনা ও ভাবনায় ছিলেন মাসুদ আহম্মেদ। কিছু সীমাবদ্ধতা থাকলেও আয়োজনটি এদিন অনেকেই উপভোগ করেন।