বার্ষিক আবৃত্তি প্রতিযোগিতা

আবৃত্তি একাডেমি, বাংলাদেশের ধ্রুপদী আবৃত্তি চর্চার ইতিহাসে উজ্জ্বল এক নক্ষত্রের নাম। স্বনামধন্য এই আবৃত্তি সংগঠনটি এবার আয়োজন করতে যাচ্ছে ” বার্ষিক আবৃত্তি প্রতিযোগিতা- ২০১৯” । আগামী ১৫ ফেব্রুয়ারী ২০১৯, শুক্রবার এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।


প্রতিযোগিতার নিয়মাবলি:

      • প্রতিযোগীকে আবৃত্তি একাডেমির নিয়মিত সদস্য হতে হবে ।
      • প্রতিযোগিতায় ২০টি কবিতা আবৃত্তি করতে হবে। নিবন্ধনের সময় কবিতার তালিকা জমা দিতে হবে। কবিতার বিষয় উন্মুক্ত থাকবে। স্বরচিত কবিতা আবৃত্তি করা যাবে না।
      • প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগামী ১৮ জানুয়ারী ২০১৯’ র মধ্যে নাম নিবন্ধন ফরম ফিলাপ করে জমা দিতে হবে। অনলাইনেও নাম নিবন্ধন করা যাবে। অনলাইন নাম নিবন্ধন লিংক :” অনলাইন রেজিস্ট্রেশন লিংক “
      • সম্মানিত বিচারক মন্ডলী কর্তৃক প্রদত্ত রায় চূড়ান্ত বলে বিবেচিত হবে।
      • কর্তৃপক্ষ প্রতিযোগিতার বেপারে যেকোনো ধরণের সিন্ধান্ত নেয়ার অধিকার সংরক্ষন করেন।
      • প্রতিযোগিতা দুটি পর্বে বিভক্ত থাকবে।

      প্রাথমিক বাছাই পর্ব :

        ১৮ ও ২৫ জানুয়ারি ফেব্রুয়ারি ২০১৯ এবং ৮ ফেব্রুয়ারী ২০১৯, শুক্রবার, সকাল ৯.৩০।   স্থান : ডাকসু ক্যাফেটেরিয়া , ঢাকা বিশ্ববিদ্যালয়।
    •   চূড়ান্ত পর্ব :
                      ১৫ ফেব্রুয়ারী ২০১৯, শুক্রবার , সকাল ৯.৩০।
                      স্থান : ডাকসু ক্যাফেটেরিয়া , ঢাকা বিশ্ববিদ্যালয়।

নিবন্ধন ফরম পাওয়া যাবে :
আবৃত্তি একাডেমি , টি এস সি , ঢাকা বিশ্ববিদ্যালয়।
আরো জানতে কল করুন : ০১৭১২৬৩৯৯৬০, ০১৭১৮২৯৬৭২৮, ০১৭১৬৬০০৬২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *