বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আবৃত্তি একাডেমি প্রযোজনা-৬৩ “অবিনাশী কণ্ঠ”। প্রযোজনাটি গ্রন্থনা করেছেন বেলায়েত হোসাইন এবং নির্দেশনা দিয়েছেন হিমাদ্রী মোর্শেদ। অনুষ্ঠানটি ১৩ মার্চ ২০২১, শনিবার রাত ০৮:৩০ টায় আবৃত্তি একাডেমির ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচারিত হবে।
কণ্ঠ প্রয়োগে: মৃন্ময় মিজান, মাসুদ আহম্মেদ, সারমিন ইসলাম জুঁই, দিলসাদ জাহান পিউলী, কামরুল ইসলাম জুয়েল, আরমিনা নিম্মি, তানজিনা হক ঝুমকা, ওয়াদুদ ফারুক, রাফিয়া সুলতানা, নাজনীন রিমি, আব্দুর রহমান তিতুমীর, আব্দুস সালাম, সুমাইয়া শশী, হাফসা মাহমুদ, তাহমিনা লিজা, মো. আল-আমিন, মাহবুব মেনন, কাজল আক্তার।