গত ১৩ জুলাই সকাল ১১টায় ডাকসু ক্যাফেটেরিয়াতে অনুষ্ঠিত হয় আবৃত্তি একাডেমির বার্ষিক ফল উৎসব-২০১৮ ।
এই আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী লুপা চক্রবর্তী, একাডেমি’র বর্তমান পরিচালক মাসুদ আহমেদ, সাবেক পরিচালক মৃন্ময় মিজান, সারমিন ইসলাম জুঁই, দিলশাদ জাহান পিউলী। এছাড়াও উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, মোরশেদ আলম, সমন্বয়ক- মনজুর হোসাইন, প্রশিক্ষণ অধিকর্তা- মাহবুবুর রহমান, দফতর অধিকর্তা- হিমাদ্রী মোর্শেদ, অর্থ অধিকর্তা- নাজনীন রিমি সহ আরো অনেকে।