আবৃত্তি একাডেমি ফল উৎসব ও ইফতার ২০১৬

11209663আবৃত্তি একাডেমি, বাংলাদেশের ধ্রুপদী আবৃত্তি চর্চার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম।
আগামী ১৭ জুন ২০১৬, শুক্রবার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু ক্যাফেটেরিয়ায় বিকাল ৫.৩০ থেকে আবৃত্তি একাডেমি’র ফল উৎসব ও ইফতার অনুষ্ঠিত হবে। একাডেমি’র সকল সদস্য আমন্ত্রিত।

ফলপ্রতি বছরের মতো এবারও আবৃত্তি একাডেমি ফল (খাওয়া) উৎসবের আয়োজন করছে। সকল সদস্য আমন্ত্রিত। কেউ মিস করবেন না…

 

আয়োজনের সুবিধার্থে আপনার অংশগ্রহণ নিশ্চিত করে কৃতার্থ করবেন।
ইভেন্টে যুক্ত হতে ক্লিক করুন: আবৃত্তি একাডেমি’র ফল উৎসব ও ইফতার ২০১৬

2 Comments:

  1. Very nice…………

  2. Very nice……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *