প্রতি বছরের মত এ বছরও আবৃত্তি একাডেমি পহেলা বৈশাখ উদযাপন করে। ভোর থেকেই দলের নতুন পুরাতন সদস্যরা ডাকসু ক্যাফেটেরিয়ার বারান্দায় জড়ো হতে থাকে।
শুরুতেই ছিল পান্তা, ইলিশ আর হরেক ভর্তার উপাদেয় আয়োজন। এরপর ছিল বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠান। দলের সদস্যরা গান, আবৃত্তি, নাচ, পুঁথি, জাদু প্রভৃতির মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখে।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ছিল পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত দেশজ বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও মুড়ি মুড়কি ভোজ।
নতুন করে ভর্তির সার্কুলার কবে???