হাঁটি হাঁটি পা পা করে আবৃত্তি একাডেমি একে একে পেরিয়ে গেলো বিশটি বছর। ১৯৯৮ সালের ২৮ আগস্ট কয়েকজন স্বপ্নবাজ মানুষের হাত ধরে যে আবৃত্তি সংগঠনটি যাত্রা শুরু করেছিল, আজ সে সংগঠনটি বাংলাদেশের ধ্রুপদী আবৃত্তি চর্চার ইতিহাসে উজ্জ্বল এক নক্ষত্রের নাম।
আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর ২০১৮ আবৃত্তি একাডেমি’ র প্রতিষ্ঠার দুই দশক পূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উপলক্ষে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি । বৃহৎ কলেবরের এই আয়োজনে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে দুটি প্রযোজনা। সারমিন ইসলাম জুঁইয়ের শ্রুতি নির্দেশনায় থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক “রক্তকরবী” এবং মৃন্ময় মিজানের গ্রন্থনায় ও নির্দেশনায় “মরিচঝাঁপি ” ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান সরাসরি উপভোগ করতে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে আগামী ২৫ সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত ।
” অনলাইন রেজিস্ট্রেশন লিংক “