আবৃত্তি প্রযোজনা ’হৃদয়ে লাগিলো দোলা’

কবি নির্মলেন্দু গুণ এর ৭৫তম জন্মজয়ন্তী উপলক্ষে অনলাইন আয়োজন-
আবৃত্তি একাডেমির ৬২তম প্রযোজনা ’হৃদয়ে লাগিলো দোলা
গ্রন্থনা ও নির্দেশনা- শামীম আহসান
০৬ নভেম্বর, শুক্রবার, রাত ৮:৩০ টায় ফেসবুক লাইভে অনুুুষ্ঠিত হবে। সবাইকে দেখার আমন্ত্রণ। চোখ রাখুন আবৃত্তি একাডেমি ফেসবুক পেইজে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বরেণ্য কবি নির্মলেন্দু গুণ।

আবৃত্তি পরিবেশন করবে আবৃত্তি একাডেমির শিল্পীগণ।

কবিতা ও আবৃত্তিশিল্পী

পৃথিবী জোড়া গান – নাজনীন রিমি
প্রথম অতিথি – দিলশাদ জাহান পিউলী
অর্জুনের রাজ্য – খন্দকার হাফসা মাহমুদ
স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো – ওয়াদুদ ফারুক
নিক্সনের জাহাজ – হিমাদ্রী মোর্শেদ তাহমিনা
রবীন্দ্রনাথের বাঁশি – কামরুল ইসলাম জুয়েল
আমরা যাব না – আব্দুস সালাম
হুলিয়া – মাসুদ আহমেদ
সেই রাত্রির কল্পকাহিনী – সারমিন জুই
জাতির উদ্দেশ্যে – সুব্রত রায়
না রাজা না রাজ্য – সুমাইয়া শশী
রাজদণ্ড – শামীম আহসান
ডিসেম্বর ১৯৮১ – আহমেদ শুভ
স্বাধীনতা উলঙ্গ কিশোর – আল-আমীন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *