গত ৫ জুলাই ২০১৯ , শুক্রবার সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়াতে অনুষ্ঠিত হলো আবৃত্তি একাডেমি’র নিয়মিত আবৃত্তির আসর ‘ঋদ্ধস্বর’ এর নবম পর্ব। এবারের আসরে আবৃত্তি পরিবেশন করেন মোঃ ইসহাক আলী ও উর্মি আক্তার টুম্পা।
ঘন্টা ব্যাপী এ আবৃত্তি আয়োজনে ছিল প্রেম , ভালোবাসা , দ্রোহ ও প্রকৃতি বিষয়ক ২০ টি কবিতা। মেঘ বললো, মিথিলা, আমি কোনো আগন্তুক নই, সেই গল্পটা, লবন, নির্ঝরের স্বপ্নভঙ্গ, চিল্কায় সকাল, বিপাশার চোখ, আমার একটা পাহাড় কেনার শখ, বজ্রচেড়া আঁধার, যুগলসন্ধি, প্রেম, বৃষ্টি চিহ্নিত ভালবাসা, তোমার চোখ এত লাল কেন, নীরার শেষ চিঠি প্রভৃতি কবিতার সমন্বয়ে এ আয়োজনটি দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তি একাডেমির বর্তমান পরিচালক বিশিষ্ট কথা সাহিত্যিক ও আবৃত্তিশিল্পী মৃন্ময় মিজান, সাবেক পরিচালক দিলসাদ জাহান পিউলি, প্রশিক্ষণ অধিকর্তা শামীম আহসান, দপ্তর অধিকর্তা নাজনীন রিমি সহ আরো অনেকে।
ঋদ্ধস্বরের দশম পর্বে আবৃত্তি নিয়ে থাকবেন – মাহবুবুর রহমান ও সাদিয়া তামান্না জামান।