গত ২৭ জুলাই ২০১৮, ডাকসু ক্যাফেটেরিয়াতে অনুষ্ঠিত হয় আবৃত্তি একাডেমির ৩২তম আবর্তনের ক্লাস সমাপনী অনুষ্ঠান(ক্লাস পার্টি)। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবৃত্তি একাডেমির বর্তমান পরিচালক মৃন্ময় মিজান, সমন্বয়ক মাহবুবুর রহমান, সাবেক পরিচালক সারমিন ইসলাম জুঁই, দিলসাদ জাহান পিউলি। এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য সাইফুল ইসলাম, আব্দুর রহমান তিতুমীর, আব্দুস সালাম, আব্দুর রহমান তারেক সহ আরো অনেকে।
বিজ্ঞপ্তি
বাংলা ভাষার প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, সংবাদ পাঠ, অনুষ্ঠান উপস্থাপনা, ক্রীড়া ধারাভাষ্য ও আবৃত্তি বিষয়ক আবৃত্তি একাডেমি’র সার্টিফিকেট কোর্সের অনলাইন কর্মশালার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ।
অনলাইন আবেদন লিংক: “এখানে ক্লিক করুন”
- ➤➤কোর্স ফি: ১০০০/- টাকা।
- ➤➤কোর্স ফি বিকাশ/নগদ করুন এই নম্বরে : 01824799530 (Personal)
- ➤➤১৭ মে ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে।
- ➤➤১৮ মে ২০২১ সাক্ষাতকার।
- ➤➤২১ মে ২০২১ ক্লাস শুরু হবে।
আবৃত্তি একাডেমি
টি এস সি , ঢাকা বিশ্ববিদ্যালয় ।
ফোন :০১৬৭৪৬০৯৬৪৫, ০১৮৫৮৬০১৯৯৯
-
সর্বশেষ পোস্ট