আবৃত্তি একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি ভিত্তিক আবৃত্তি সংগঠন। শুদ্ধ মাতৃভাষা বাংলা চর্চার নিমিত্তে আঠার বছর পূর্বে শুভযাত্রা। আবৃত্তি একাডেমি চায় প্রত্যেক বাঙালী হোক প্রমিত বাচনে প্রাঞ্জল ভাষণে। সেই দুর্বার বাসনাকে সামনে রেখে আবৃত্তি চর্চার প্রসারে আবৃত্তি একাডেমি আয়োজন করতে যাচ্ছে দু’দিন ব্যাপী দেড়যুগ পূর্তি উৎসব।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সেগুনবাগিচা, ঢাকা)’র ‘জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে’ ২৬ – ২৭ আগস্ট ২০১৬, শুক্র ও শনিবার উৎসবটি অনুষ্ঠিত হবে।
উৎসবে আলোচনাসভা, সনদ বিতরণ, সম্মাননা প্রদান, দলীয় প্রযোজনা ডি.এল. রায়ের “সাজাহান” এর শ্রতিরূপ এবং কবি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে আবৃত্তি “একদিন খুঁজেছিনু যারে” পরিবেশিত হবে। এছাড়াও থাকবে আমন্ত্রিত দেশবরেণ্য আবৃত্তি শিল্পীগণের একক আবৃত্তি পরিবেশনা।
আবৃত্তি উৎসবে দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠকসহ স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।