সুপ্ত প্রাণের উন্মেষ-১

আবৃত্তি একাডেমির অনলাইন কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমাপনী আয়োজন
সুপ্ত প্রাণের উন্মেষ-১,আয়োজনে আবৃত্তি একাডেমি
১১ এপ্রিল ২০২১, রবিবার, রাত ৮:৩০ টা
ফেসবুক ও ইউটিউবে সরাসরি সম্প্রচার

অংশগ্রহণকারী:
১. শরীফ উল হাসান
২. শবনম সুলতানা মৃদুলা
৩. তাসরিফা আক্তার
৪. নুসরাত জাহান
৫. মাহমুদা হক বিথী
৬. কাউছার হোসেন সোহেল
৭. সামায়রা আজরীন
৮. সুমাইয়া বেগম
৯. ফাহমিদা আফরিন
১০. সুরভী আক্তার
১১. সালেহীন সানি

সঞ্চালক: হাবীবুর রহমান সোহন
উদ্বোধনী বক্তব্য: হিমাদ্রী মোর্শেদ, সমন্বয়ক, আবৃত্তি একাডেমি
শুভেচ্ছা বক্তব্য: আশরাফুল আলম, প্রশিক্ষণ অধিকর্তা, আবৃত্তি একাডেমি
সভাপতির বক্তব্য: কামরুল ইসলাম জুয়েল, পরিচালক, আবৃত্তি একাডেমি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *