রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক সংগঠন আবৃত্তি একাডেমীর ৪৩তম প্রযোজনা “বাল্মিকী কোকিল” মঞ্চায়ন হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পাবলিক লাইব্ররীর শওকত ওসমান মিলনায়তনে মঞ্চস্থ হলো বিশেষ এই শ্রুতিনাট্যটি।
উভয় বাংলার প্রখ্যাত কথা সাহিত্যিক প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘প্রথম আলো’ উপন্যাস অবলম্বনে নির্মিত এ নাট্যটি দেখতে পাবলিক লাইব্রেরীতে ভীড় জমিয়েছেন সাংস্কৃতিকমনা তরুণ -তরুণীরা। মধ্য বয়সীরাও বটে। দীর্ঘ দেড় ঘন্টার নাট্যটিতে স্থান পেয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমজীবনের রহস্যময় কিছু ঘটনা। দেবর-ভাবীর প্রেমের সংলাপ দেখে মনের অজান্তেই হেসে ফেলেছেন দর্শকরা। আবার আবেগে আপ্রুতও হয়েছেন।
দেশীয় সাংস্কৃতির সংকটকালে এমন একটি পরিবেশনা উপহার দেয়ার জন্য আবৃত্তি একাডেমীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন অনেকই। তাদের প্রত্যাশা এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবে সংগঠনটি। নাটক শেষে এমনই অভিব্যক্তির কথা জানালেন বেশ কিছু দর্শক।
তরুণ নাট্যকার মাসুদ আহম্মেদের পাণ্ডুলিপি ও প্রয়োগে নাটকের বিভিন্ন চরিত্রে কণ্ঠাভিনয়ে অংশ নিয়েছেন- মো: তারেক আলী, মাসুদ আহম্মেদ, এইচ. এম. মোতালেব, হাবিবুর রহমান সোহন, সাইফুল ইসলাম, জাকিয়া ফেরদৌস সাথী, আমিনুর রহমান, সোহরাব আসাদ, মুমিনা তাহমিনা মোর্শেদ, আশরাফুল আলম, মহাসিনা মায়েনা এনা, রাফিয়া সুলতানা, জাকারিয়া হোসাইন, জান্নাতুল ফেরদৌস নুপুর, কামারুজ্জামান সাঈদ, শম্পা বিশ্বাষ সহ এক ঝাঁক তরুণ আবৃত্তিশিল্পীরা।