গতকাল ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়াতে অনুষ্ঠিত হলো আবৃত্তি একাডেমি’র বার্ষিক আবৃত্তি প্রতিযোগিতা-২০১৯ এর চূড়ান্ত পর্ব। সকাল ৯.৩০ টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করেন আবৃত্তি একাডেমি’র বর্তমান পরিচালক মৃন্ময় মিজান। চূড়ান্ত পর্বে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রেজিনা ওয়ালী লীনা। এছাড়াও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আবৃত্তি একাডেমির সাবেক দুই পরিচালক মাসুদ আহম্মেদ এবং সারমিন ইসলাম জুঁই। গত ৫ এবং ৮ ফেব্রুয়ারি বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বাছাইপর্ব শেষে ১২ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়। তাদের মধ্যে প্রথম পাঁচ জন কে বিজয়ী করা হয়। বিজয়ীরা হলেন- ১ম স্থান: হাসনাইন আনজুম, ২য় স্থান: শামিম আহসান, ৩য় স্থান: হাসান মাহমুদ, ৪র্থ স্থান: আব্দুস সালাম এবং ৫ম স্থান: আব্দুর রহমান তিতুমীর।।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি একাডেমি’র সাবেক পরিচালক এবং বার্ষিক আবৃত্তি প্রতিযোগিতা -২০১৯, বাস্তবায়ন কমিটির আহবায়ক দিলসাদ জাহান পিউলি।