নিজস্ব প্রতিবেদক
আরটিএনএন
ঢাকা: বর্তমান সময়ে তরুণ-তরুণীদের স্মার্ট ও চ্যালেঞ্জিং পেশা হচ্ছে সাংবাদিকতা এবং সংবাদ উপস্থাপনা। যারা একটু ক্রিয়েটিভ চিন্তার অধিকারী তারা সহজেই যুক্ত হতে পারেন এই পেশায়।
সংবাদ উপস্থাপনা বা টেলিভিশনে চাকরির ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রমিত উচ্চারণে পারদর্শী হতে হবে। এমনকি ভাল আবৃত্তি, গান ও অভিনয় করতেও প্রমিত উচ্চারণের বিকল্প নেই।
যারা প্রমিত উচ্চারণে দক্ষতা অর্জনের মাধ্যমে এই পেশায় আসতে চান তাদের জন্য এটি শেখার উত্তম জায়গা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক আবৃত্তির সংগঠনগুলো।
বছরের প্রায় সব সময়ই এখানে কোনো না কোনো সংগঠনের ভর্তি কার্যক্রম চলে। যাতে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ড. সৌমিত্র শেখর, মীর বরকত, গোলাম সারোয়ার প্রমুখ।
এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিখ্যাত আবৃত্তি শিল্পীরাও প্রশিক্ষণ দিয়ে থাকেন।
প্রমিত উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, আবৃত্তি ও সংবাদ উপস্থাপনার প্রশিক্ষণ দেওয়ার তেমনি একটি জনপ্রিয় আবৃত্তির সংগঠন হলো ‘আবৃত্তি একাডেমি’।
এখানে বছরে ৪ মাসব্যাপী দুটি কর্মশালা হয়ে থাকে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে একাডেমির ২৭তম কর্মশালা শুরু হবে।
২৪ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত ২৮তম কর্মশালার ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ফরম এর মূল্য ৫০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিএসসির মেইন গেট থেকে এই কর্মশালার আবেদন ফরম সংগ্রহ করা যাবে। প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়াতেও আবেদন ফরম পাওয়া যাবে।
এছাড়া অনলাইনেও কর্মশালার আবেদন করা যাবে। এক্ষেত্রে ‘আবৃত্তি একাডেমি’র ওয়েবসাইট, ফেসবুক পেজের মাধ্যমেও আবেদন করতে পারেন।
আগামী ১৯ আগস্ট, বৃহস্পতিবার সকাল ১০টায় ডাকসুতে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ১৯ আগস্ট ২৮তম কর্মশালার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে।
প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত ক্লাস হয়ে থাকে। অন্যান্য সংগঠনেও শুক্রবার কেন্দ্রিকই ক্লাস নিয়ে থাকে। আবৃত্তি একাডেমির কোর্স ফি মাত্র ৮০০ টাকা। অন্যান্য সংগঠনগুলোও ৮০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত কোর্স ফি নিয়ে থাকে।
যারা অনলাইনে আবেদন ফরম সংগ্রহ করতে চান তারা এই লিংকে ভিজিট করতে পারেন- http://abrittiacademy.org/workshop-form/ অথবা যোগাযোগ করেত পারেন : 01674 609645, 01552-329238 নম্বরে।
আবৃত্তি একাডেমির কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ড. সৌমিত্র শেখর, মীর বরকত, গোলাম সারোয়ার, শিমুল মুস্তাফা, রেজীনা ওয়ালী লীনা, রফিকুল ইসলাম, শাহাদাৎ হোসেন নিপু, মজুমদার জুয়েল, মৃন্ময় মিজান, মাসুদ আহম্মেদ, মোরশেদ আলম, কামরুল ইসলাম জুয়েল, মঞ্জুর হোসাইন প্রমুখ।
আবৃত্তি একাডেমি ছাড়া বিশ্ববিদ্যালয় আঙিনায় আরো যে সব সংগঠন রয়েছে তার মধ্যে অন্যতম হলো- স্বরকল্পন, কণ্ঠশীলন, কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, নন্দনকানন, স্রোত, সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, বৈকুণ্ঠ, স্বরশ্রুতি, বোধন আবৃত্তি পরষদ, দৃষ্টি, হরবোলা, বাকশিল্পাঙ্গন, প্রমা আবৃত্তি সংগঠন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও কিছু যায়গায় প্রমিত বাংলা শেখানো হয়ে থাকে। তার মধ্যে অন্যতম হলো ধানমন্ডির ‘নজরুল ইনস্টিটিউট’ ও ‘জবস এ ওয়ান’।
আমি খুবই ভাগ্যবান হব, যদি এই দেবতাতূল্য মানুষগুলোর সান্নিধ্য পাই।
স্যার,
আমি প্রমিত বাংলা উচ্চারণ কোর্স করতে আগ্রহী।
আমি ভতি হতে চায়।সকাল দশটা থেকে বারোটা এই সময়ে কোনো ব্যাচ নাই?