
প্রতিষ্ঠার ২২ বছরে আবৃত্তি একাডেমির নিবেদন ৩ দিনব্যাপী অনলাইন আবৃত্তি আলাপন। ২৮ ও ২৯ আগস্ট ও ৪ সেপ্টেম্বর ২০২০ তারিখ রাত আটটায় আবৃত্তি একাডেমির ফেইসবুক পেইজ থেকে সরাসরি প্রচার করা হবে।
১৯৯৮ সালের ২৮ আগস্ট আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠা। ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আজ ১ম দিন।
শুভেচ্ছা বার্তা প্রদান করবেন:
১. কে এম খালেদ, এমপি
প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
২. আসাদুজ্জামান নূর, এমপি
সভাপতি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
৩. সিমিন হোসেন রিমি, এমপি
সভাপতি, সংস্কৃতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি
৪. অধ্যাপক ড. আখতারুজ্জামান
উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
৫. লিয়াকত আলী লাকী
মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি
৬. গোলাম কুদ্দুছ
সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট
৭. হাসান আরিফ
সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট
৮. মো. আহ্কাম উল্লাহ্
সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
আবৃত্তি পরিবেশন করবে আবৃত্তি একাডেমির শিল্পীবৃন্দ: মৃন্ময় মিজান, মাসুদ আহম্মেদ, সারমিন ইসলাম জুঁই, কামরুল ইসলাম জুয়েল, হিমাদ্রি মোর্শেদ, হাবিবুর রহমান সোহন, ওয়াদুদ ফারুক, সজীব সাদিক, ফেরদাউছ আহমাদ, হাফসা মাহমুদ, ঊর্মি আক্তার টুম্পা, সুইশিমে চৌধুরী, আল-আমিন, স্মৃতি তাইয়্যেবা, ইকরা বিনতে হোসেন
অনলাইন অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবে- শামীম আহসান ও রাফিয়া সুলতানা।
