
আবৃত্তি একাডেমি প্রতিষ্ঠার ২২ বছর পূর্তি উপলক্ষে অনলাইন আয়োজনের আজ ২য় দিন। আবৃত্তি পরিবেশন করবেন দেশবরেণ্য শিল্পীবৃন্দ। ২৯ আগস্ট, শনিবার রাত ০৮ টায় সরাসরি সম্প্রচারিত হবে আবৃত্তি একাডেমি ফেসবুক পেইজে।
আমন্ত্রিত আবৃত্তিশিল্পীরা হলেন- আসাদুজ্জামান নূর এমপি, রূপা চক্রবর্তী (ঢাকা), মশিউদ্দিন খান সমীর (ঢাকা), ইকবাল খোরশেদ (ঢাকা), সোহেল আনোয়ার (চট্টগ্রাম), মারিফ আহম্মেদ বাপ্পী (বরিশাল), মাসুদুজ্জামান (ঢাকা), রুবিনা আজাদ (ময়মনসিংহ), ডালিয়া বসু সাহা (কোলকাতা) প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবে আহম্মেদ শুভ ও হিমাদ্রী মোর্শেদ।