প্রতিষ্ঠার দুইযুগ উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা

আবৃত্তি একাডেমি, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। শুদ্ধ মাতৃভাষা বাংলা চর্চার নিমিত্তে আমরা সংঘবদ্ধ হয়েছি দুইযুগ পূর্বে। ২৮ আগস্ট ২০২২ পূর্ণ হচ্ছে আবৃত্তি একাডেমি প্রতিষ্ঠার দুইযুগ। আমরা চাই প্রত্যেক বাঙালি হোক প্রমিত বাচনে প্রাঞ্জল ভাষণে।

সেই দুর্বার বাসনা নিয়ে প্রতিষ্ঠার দুইযুগ উপলক্ষে আবৃত্তি একাডেমি আয়োজন করতে যাচ্ছে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ’জাতীয় সংগীত. নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে’ আগামী ১৪ ও ১৫ অক্টোবর ২০২২, শুক্রবার ও শনিবার উৎসবটি অনুষ্ঠিত হবে।

উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, কর্মশালার সনদ বিতরণ, সম্মাননা প্রদান ও আবৃত্তি প্রযোজনার আয়োজন থাকবে।

প্রতিষ্ঠার দুইযুগ উৎসবে আবৃত্তিশিল্পী মাসুদ আহম্মেদের নির্দেশনায় আবৃত্তি প্রযোজনা ‘কর্ণবিমর্দন’ এবং দিলসাদ জাহান পিউলী’র নির্দেশনায় ‘যুগলসন্ধী’ পরিবেশিত হবে। এছাড়াও থাকবে আমন্ত্রিত দেশবরেণ্য আবৃত্তিশিল্পীগণের একক আবৃত্তি পরিবেশনা।

আবৃত্তি উৎসবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ সদস্য, দেশবরেণ্য সংস্কৃতি ব্যক্তিত্ব ও সংগঠকসহ স্বনামধন্য ব্যক্তিবর্গ আমন্ত্রিত হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক-শিক্ষার্থীগণ এ বর্ণাঢ্য উৎসবে অংশগ্রহণ করে উৎসবকে সফল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *