বার্ষিক আবৃত্তি প্রতিযোগিতা -২০১৯
অনলাইন রেজিস্ট্রেশন নির্দেশনা:
➤➤ ব্যক্তিগত এবং সাংগঠনিক তথ্যাদি যথাযথভাবে দিতে হবে।
- সাংগঠনিক তথ্যাদি তে যা দিতে হবে :
১. আবৃত্তি একাডেমির যতগুলো প্রযোজনায় ( ছোট প্রযোজনা / বড় প্রযোজনা ) অংশগ্রহণ করেছেন সেই প্রযোজনাগুলোর নাম দিতে হবে।
➤যারা এক-ই প্রযোজনায় (ছোট / বড় ) একাধিকবার অংশগ্রহণ করেছেন (মঞ্চে উঠেছেন )- তাদের প্রত্যেকবার অংশগ্রহণের জন্য আলাদা আলাদা নম্বর যোগ হবে । যেমন : কেউ “বারুদ গন্ধী মানুষের গান” প্রযোজনায় ৩ বার অংশগ্রহণ করেছেন /মঞ্চে উঠেছেন , সেই তিনবারের জন্য ২+২+২ = (মোট ) ৬ নম্বর যোগ হবে অর্থাৎ প্রত্যেকবার অংশগ্রহণের জন্য নম্বর যোগ হবে।
➤অংশগ্রহণ না করে থাকলে “না” অপশন সিলেক্ট করুন।
২. একাডেমির কোন কোন দায়িত্ব পালন করেছেন সেগুলো লিখতে হবে। যেমন-
➤ একাডেমির সাংগঠনিক কমিটিতে আপনি কোন দায়িত্ব পালন করেছেন/করছেন – সেটা লিখুন।
➤ একাডেমি আয়োজিত কোনো অনুষ্ঠান অথবা ইভেন্টে ( কর্মশালা, সিটিং, পহেলা বৈশাখ , ফল উৎসব, ইফতার পার্টি, পিকনিক,পড়ুয়ানন্দ , উৎসব ইত্যাদি ) গঠিত কমিটিতে আপনি কোন দায়িত্ব পালন করেছেন / করছেন – সেটা লিখুন। কোনো দায়িত্ব পালন না করে থাকলে “না” অপশন সিলেক্ট করুন।
৩. আপনি দলের কোন পর্যায়ের সদস্য সেটা সিলেক্ট করুন।
৪. ফরম ভেরিফিকেশন অপশনে যেকোনো দুটি সংখ্যা দিন ( যেমন ১২,৩৪,৫৬,২৬….. ইত্যাদি )।
৫. পাঠিয়ে দিন বাটনে ক্লিক করুন।
➤➤অনলাইন রেজিস্ট্রেশন এর শেষ সময় : ১৫ জুলাই ২০১৯ রাত ১১:৫৯ ।
➤➤অনলাইন রেজিস্ট্রেশন পেজে ফিরে যেতে: এখানে ক্লিক করুন।