আবৃত্তিশিল্পী ও নির্দেশক মৃন্ময় মিজানের নির্দেশনায় ডি.এল. রায়ের বিখ্যাত নাটক “সাজাহান” এর শ্রুতিরূপ মঞ্চস্থ। এটি আবৃত্তি একাডেমি’র ১৯তম প্রযোজনার ২য় মঞ্চায়ন। একাডেমির দেড়যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আবৃত্তি উৎসবের প্রথম দিন ২৬ আগস্ট ২০১৬ বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সেগুনবাগিচা, ঢাকা)’র ‘জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে’ প্রযোজনাটি মঞ্চস্থ হয়।
প্রযোজনায় কণ্ঠপ্রয়োগ করে মৃন্ময় মিজান, দিলসাদ জাহান পিউলী, সারমিন ইসলাম জুঁই, কামরুল ইসলাম জুয়েল, আরমিনা বেগম নিম্মি, এবিডি তুহিন, মাহবুবুর রহমান, হিমাদ্রী মোর্শেদ তাহমিনা, হাবিবুর রহমান সোহন, মনজুর হোসাইন, অনিক হোসাইন, আ. রহমান তিতুমীর, তাজুল ইসলাম তপন, মেহেদী হাসান, হাসানুল বান্না, সোনিয়া আক্তার পিংকী, আ. রহমান তারেক।