আবৃত্তিশিল্পী দিলসাদ জাহান পিউলীর গ্রন্থনা ও নির্দেশনায় কবি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে আবৃত্তি প্রযোজনা “একদিন খুঁজেছিনু যারে” পরিবেশিত। এটি আবৃত্তি একাডেমি’র ৪৯তম প্রযোজনা। একাডেমির দেড়যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আবৃত্তি উৎসবের দ্বিতীয় দিন ২৭ আগস্ট ২০১৬ বাংলাদেশ শিল্পকলা একাডেমির (সেগুনবাগিচা, ঢাকা) ‘জাতীয় সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে’ প্রযোজনাটি মঞ্চস্থ হয়।
প্রযোজনায় কণ্ঠপ্রয়োগ করে মৃন্ময় মিজান, মাসুদ আহম্মেদ, দিলসাদ জাহান পিউলী, সারমিন ইসলাম জুঁই, কামরুল ইসলাম জুয়েল, আরমিনা বেগম নিম্মি, তানজিনা হক ঝুমকা, মাহবুবুর রহমান, হিমাদ্রী মোর্শেদ তাহমিনা, হাবিবুর রহমান সোহন, ফেরদৌসী প্রবর্তনা, মনজুর হোসাইন, মহাসিনা এনা, তারেক আলী মিলন, মাহফুজা আক্তার মীরা।