আবৃত্তি একাডেমি প্রতিষ্ঠার ২৩ বছর উদযাপন: ২য় দিন

প্রতিষ্ঠার ২৩ বছরে আবৃত্তি একাডেমির নিবেদন ২ দিনব্যাপী অনলাইন আয়োজন। ২৭ ও ২৮ আগস্ট ২০২১ রাত ০৮:৩০ টায় আবৃত্তি একাডেমির ফেইসবুক পেইজ থেকে সরাসরি প্রচার করা হয়।

১৯৯৮ সালের ২৮ আগস্ট আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠা। ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর দু্ইদিনব্যাপী অনুষ্ঠানমালার আজ ১ম দিন।

আমন্ত্রিত অতিথি: মো. আহকাম উল্লাহ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদলক, বাংলা একাডেমি।

২৮ আগস্ট রাত ৮:৩০ টায় আবৃত্তি একাডেমি প্রযোজনা ৬৫, মহাদেব সাহার চিঠি বিষয়ক কবিতাবলি নিয়ে “নীলখামে প্রিয় চিঠি”; গ্রন্থনা ও নির্দেশনা: কামরুল ইসলাম জুয়েল।

আবৃত্তি পরিবেশন করেছ আবৃত্তি একাডেমির শিল্পীবৃন্দ: মৃন্ময় মিজান, মাসুদ আহম্মেদ, দিলসাদ জাহান পিউলী, কামরুল ইসলাম জুয়েল, হিমাদ্রী মোর্শেদ, রাফিয়া সুলতানা, মো. ইসহাক আলী, তাহমিনা লিজা, মাহবুব মেনন, ফারহানা নাসরিন, তাসনিম বুশরা, সুরভী আক্তার, নুসরাত জাহান মীম, শবনম মৃদুলা, সুমাইয়া বেগম ও মারহামা রশিদ।

অনলাইন অনুষ্ঠানটি সঞ্চালনা করবে রাফিয়া সুলতানা। স্বাগত বক্তব্য রাখবেন পরিচালক কামরুল ইসলাম জুয়েল এবং সভাপতিত্ব করবেন উৎসব আহ্বায়ক ও সাবেক পরিচালক দিলসাদ জাহান পিউলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *