আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক মৃন্ময় মিজানের গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি একাডেমির ৫০তম প্রযোজনা “বারুদগন্ধী মানুষের গান” বিভিন্ন মঞ্চে পরিবেশিত।
সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় উৎসব ২০১৬ ্এর রবীন্দ্র সরোবর মঞ্চে পরিবেশনা। ১৬ ডিসেম্বর ২০১৬।
সোনারগাঁও বাংলাদেশ লোকশিল্প জাদুঘর আয়োজিত লোকজ উৎসবে পরিবেশনা। ২৭ জানুয়ারি ২০১৭।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ কর্তৃক আয়োজিত ‘১ম আবৃত্তি উৎসবে’ প্রযোজনার পরিবেশনা। ৬ ফেব্রুয়ারি ২০১৭।
রাজধানীর মিরপুর শহীদ কাদরী মঞ্চসহ আরও কয়েকেটি মঞ্চে এ প্রযোজনাটি পরিবেশন করে সুনাম কুড়িয়েছে আবৃত্তি একাডেমি। (ভিডিও)
ভাল লাগলো উপস্থাপনা। এরকম আরো পরিবেশনা আপলোড করার অনুরোধ রইল।
সুন্দর উপস্থাপনা। এরকম আরো উপস্থাপনায় সমৃদ্ধ হোক আবৃত্তি একাডেমির ব্লগ।