প্রতিষ্ঠার দুইযুগ উপলক্ষে আবৃত্তি একাডেমি আয়োজন করছে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ’জাতীয় সংগীত. নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে’ ১৫ অক্টোবর ২০২২, শনিবার ছিলো উৎসবের সমাপনী দিন।
উৎসবের দ্বিতীয় দিন আলোচনাসভা, কর্মশালার সনদ বিতরণ ও আবৃত্তি প্রযোজনা পরিবেশিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তি একাডেমির পরিচালক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম জুয়েল। প্রধান অতিথি হিসেবে বরেণ্য বাচিকশিল্পী ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক অশরাফুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্মসাধারণ সম্পাদক আহমেদ গিয়াস উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠার দুইযুগ উৎসবের দ্বিতীয় দিন আবৃত্তিশিল্পী মাসুদ আহম্মেদের নির্দেশনায় আবৃত্তি প্রযোজনা ‘কর্ণবিমর্দন’ পরিবেশিত হয়। এছাড়া আমন্ত্রিত দেশবরেণ্য আবৃত্তিশিল্পীগণ একক আবৃত্তি পরিবেশন করেন।