প্রতিষ্ঠার দুইযুগ উপলক্ষে আবৃত্তি একাডেমি আয়োজন করছে দুই দিনব্যাপী আবৃত্তি উৎসব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ’জাতীয় সংগীত. নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে’ ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার ছিলো উৎসবের প্রথম দিন।
উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনাসভা, সম্মাননা প্রদান ও আবৃত্তি প্রযোজনা পরিবেশিত হয়। উৎসব উদ্বোধক ছিলেন নাট্যকার মামুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তি একাডেমির সাবেক পরিচালক মৃন্ময় মিজান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
প্রতিষ্ঠার দুইযুগ উৎসবের প্রথম দিন দিলসাদ জাহান পিউলী’র নির্দেশনায় ‘যুগলসন্ধী’ পরিবেশিত হয়। এছাড়াও আমন্ত্রিত দেশবরেণ্য আবৃত্তিশিল্পীগণের একক আবৃত্তি পরিবেশন করেন।