আবৃত্তি উৎসব ও আবৃত্তি প্রতিযোগিতা ২০১৪

প্রতিষ্ঠার সপ্তদশ বর্ষে পদার্পন উপলক্ষে
আবৃত্তি উৎসব ও আবৃত্তি প্রতিযোগিতা ২০১৪

প্রতিযোগিতার গ্রুপ:
গ্রুপ ক:- ৫ম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত।
গ্রুপ খ:- নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত।
গ্রুপ গ:- স্নাতক এবং স্নাতকোত্তর।

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের সময়সূচি:

  • বাছাই পর্ব: ২২ আগস্ট ২০১৪, শুক্রবার, সকাল-৯:৩০টা;     স্থান: ডাকসু ক্যাফেটেরিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়।
  • চূড়ান্ত পর্ব:৩০ আগস্ট ২০১৪, শনিবার, সকাল-৯:৩০টা;     স্থান: শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগ, ঢাকা।
  • পুরস্কার বিতরণ:৩০ আগস্ট ২০১৪, শনিবার, বিকাল-৪:৩০টা;    স্থান: শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগ, ঢাকা।

অংশগ্রহণের নিয়মাবলী:

  • একটি শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগ থেকে প্রতি গ্রুপে সর্বোচ্চ ০৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে।
  • প্রতিযোগিতার সময় প্রত্যেক প্রতিযোগীকে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র প্রদর্শন করতে হবে।
  • প্রতিযোগীদের নির্ধারিত সময়ের পূর্বে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করতে হবে।
  • নাম নিবন্ধনের জন্য ৫০/- টাকা ফি প্রদান করতে হবে।
  • নিবন্ধন করার জন্য নাম, শ্রেণি (শিক্ষাগত যোগ্যতা), বিভাগ/বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও যোগাযোগের মোবাইল নম্বর লিখে ০১৯১১-৫৯৪০৫১/০১৬৮৮-৪২৩৮৮৩ নম্বরে এসএমএস করুন অথবা ই-মেইল করুন: abrittiacademytsc@gmail.com অথবা এই লিংকে “আবৃত্তি প্রতিযোগিতা ২০১৪ নিবন্ধন” অনলাইনে রেজিস্ট্রেশন করুন।
  • ২১ আগস্ট ২০১৪ পর্যন্ত এসএমএস/অনলাইনে নিবন্ধন করা যাবে।


অন্যান্য নিয়মাবলী:

  • আবৃত্তির জন্য কবিতার বিষয় উন্মুক্ত থাকবে।
  • অংশগ্রহণকারীদের কোন ধরনের যাতায়াত ভাতা প্রদান করা হবে না।

পুরস্কার: 

প্রাইজ মানি, ক্রেস্ট, সনদ ও উচ্চতর আবৃত্তি কর্মশালায় ফ্রি অংশগ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *