আগামী ২ আগস্ট, ২০১৯ ইং রোজ শুক্রবার সকাল ১০টায় ডাকসু ক্যাফেটেরিয়াতে অনুষ্ঠিত হবে আবৃত্তি একাডেমি’র নিয়মিত আবৃত্তির আসর ‘ঋদ্ধস্বর “এর দশম পর্ব । এবারের পর্বে আবৃত্তি নিয়ে থাকছেন আহম্মেদ শুভ ।
এখানে উল্লেখ্য যে , ঋদ্ধস্বরের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ৫ ডিসেম্বর। এতে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তি একাডেমির বর্তমান পরিচালক মৃন্ময় মিজান। পরবর্তী ছয় পর্বে আবৃত্তি করেন- একাডেমির সাবেক পরিচালক দিলসাদ জাহান পিউলি, সারমিন ইসলাম জুঁই, মাসুদ আহম্মেদ এবং পূর্ণাঙ্গ সদস্য হাবিবুর রহমান সোহন, হিমাদ্রি মোর্শেদ তাহমিনা ও মোহাম্মদ শামীম আহসান।
একাডেমির সদস্যদের পরিপূর্ণ আবৃত্তিকার হিসেবে গড়ে তুলতে এ আয়োজনটি ( ঋদ্ধস্বর ) আগে ত্রৈমাসিক ভিত্তিতে হলেও এ বছর থেকে প্রতিমাসেই আয়োজন করা হচ্ছে ।